You are welcome to PriyoEvent.
PRIYOEVENT AN ONLINE ISLAMIC HISTORY PUBLISHER.
আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও (সবার মাঝে) পৌঁছাইয়া দাও।.
আমিই শেষ নবী, আমার পরে আর কোন নবী (মহাবিশ্বে) আসবে না।
(আল্লাহ তা'লা ) কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন।
পবিত্রতা ঈমানের অঙ্গ ।
মাহলাইলের বিবরণ আনূশের পুত্র কিলানের মাহলাইল নামে একটি পুত্র-সন্তান জন্মগ্রহণ করেন। তিনি পিতার অবর্তমানে তার স্থলাভিষিক্ত হয়ে দ্বীন প্রচার করতে থাকেন। মাহলাইল অত্যন্ত সুপুরুষ ছিলেন, তিনি ধর্ম-কর্মেও অত্যন্ত মজবুত এবং সুদৃঢ় ছিলেন। তার ন্যায় সে যুগে আর দ্বিতীয়টি ছিল । তাছাড়া তিনি বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন। এজন্য তিনি সকলের নিকট অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন। মাহলাইলের অনেক সন্ত…
হযরত শীস (আ) হযরত শীস (আ) হযরত আদম (আ)-এর সন্তানদের মধ্যে সকলের বড় এবং সকলের। চেয়ে জ্ঞানে গুণে, শিক্ষা দীক্ষায় ও ধার্মিকতায় বেশি মর্যাদাবান ছিলেন। আবার এও কথিত আছে যে, হযরত শীস (আ) হাবিলের মৃত্যুর পাঁচ বছর পর জন্মগ্রহণ করেন। হাবিল অত্যন্ত মুত্তাকী ও আল্লাহওয়ালা লােক ছিলেন। উত্তম বিনিময় হিসাবে আল্লাহ হযরত আদম (আ)-কে। এ পুত্র সন্তান দান করেন। শীস (আ) ছিলেন অপরূপ সৌন্দর্যের অ…
হযরত আদম (আ) নবী না রাসূল ছিলেন শরীয়তের পরিভাষায় নবী বলা হয় তাঁকেই যাকে আল্লাহ্ তাআলা তাঁর বান্দাদের হিদায়াতের জন্য প্রেরণ করেন এবং আল্লাহর সাথে যার সরাসরি অথবা জিবরাঈল (আ)-এর মাধ্যমে কথােপকথন হয়েছে। আর রাসূল বলা তাঁকে যাঁর নিকট নতুন শরীয়াত ও কিতাব অবতীর্ণ হয়েছে। সুতরাং এখানে প্রশ্ন জাগে, হযরত আদম (আ) তাঁর পরবর্তী প্রজন্মকে যেভাবে পার্থিব সফলতা লাভের পন্থা-পদ্ধতি বলে দি…
হযরত আদম (আ)-এর ইতিকাল হযরত আদম (আ) এক হাজার বছর বয়ক্রমকালে রােগশয্যায় পতিত হয়ে ছেলেদেরকে বিভিন্ন প্রকার ফলফলাদি আনতে বলেন, যাতে সেগুলাে খেতে পারেন। শীস (আ) ব্যতীত আদম (আ)-এর অন্যান্য ছেলেরা ফলফলাদি আনতে যায়, কিন্তু হযরত শীষ (আ) পিতার সেবায় নিয়ােজিত থাকেন। আদম সন্তানদের যারা ফলফলাদি আনতে গিয়েছিল, তারা আসতে দেরী দেখে হযরত আদম (আ) শীষ (আ)-কে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে প্র…
হযরত আদম (আ)-এর শােক হযরত আদম (আ) মক্কা শরীফ থেকে প্রত্যাবর্তনের পর হাবিলকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। এরপর তার সন্তানদেরকে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করেন। একজন বলল, গত কয়েক দিন থেকে সে কোথায় গেছে বলতে পারি না। অবশেষে হযরত আদম (আ) হাবিলের খোঁজ না পেয়ে তার দ্রিা ত্যাগ করে সর্বক্ষণ কেবল হাবিলের চিন্তাই বিভাের থাকেন। এ সময় হযরত জিবরাঈল (আ) বললেন-হাবিলকে কাবিল খুন করে অমুকস্থ…
কাবিলের অনুতাপ এ দৃশ্য দেখে কাবিল নিজেকে এ বলে ধিক্কার দিল যে, একটি ক্ষুদ্র কাকের যা বুদ্ধি রয়েছে। আমার মাথায় সে বুদ্ধিটুকুও নেই। যা হােক অবশেষের কাকের নিকট শিক্ষা লাভ করে। যমিনের বুকে একটি কবর খনন করে হাবিলের লাশ দাফন করে নিশ্চিন্ত মনে গৃহ অভিমুখে যাত্রা করল। সঙ্গে সঙ্গে আল্লাহ্ তাআলা যমীনকে নির্দেশ করলেন, হে জমিন! তুমি কাবিলের দেহ জানু পর্যন্ত গ্রাস করে ফেল। তাকে নড়াচড়া করতে দ…
হাবিলের মৃত দেহের দাফন হাবিলের মৃত দেহ কি করবে-এ নিয়ে কাবিল বিচলিত হয়ে পড়ে, অবশেষে অভিশপ্ত কাবিল ভাইয়ের মৃত দেহ কাঁধে করে এখানে সেখানে ঘুরতে থাকে। মানব জাতির ইতিহাসে প্রথম অন্যায়ভাবে নিহত হাবিলের রক্ত যে ভূমিতে পতিত হয় সে ভূমি লােনা হয়ে যায় । হাবিলকে মৃত্যু পরবর্তী অপদস্থতা থেকে হিফাযত করাই আল্লাহ্র ইচ্ছা ছিল। তাই তিনি দুটি কাক পাঠান। কাক দুটি পরস্পরে মারামারি করে একটি আরেকটিকে …
আদম (আ)-এর দুনিয়ায় বসবাসের কাহিনী হযরত আদম (আ) যখন হযরত মুহাম্মদ (স)-এর উসিলা দিয়ে গুনাহ মাপ চান তখন আল্লাহ্ তাদের তওবা কবুল করেন। তওবা কবুলের পরে, আদম ও হাওয়ার প্রতি আল্লাহর পক্ষ থেকে এলহাম হল-তােমরা চরণদ্বীপে গিয়ে বসাস করতে থাক। সেখানে তােমাদের সন্তানাদি জন্ম গ্রহণ করবে। আল্লাহর নির্দেশ পেয়ে তারা ভারতের চরণদ্বীপে এসে বসবাস করতে থাকেন। একদিন হযরত জিবরাঈল (আ) সাতটি লৌহ দণ্ড…
হাজরে আসওয়াদের জন্ম বৃত্তান্ত আল্লাহ্ তাআলা হযরত আদম (আ)-কে তাঁর বংশধরদের ভাগ্যের পরিনতির নিদর্শন এভাবে দেখানাের পর এক ফেরেশতাকে বললেন- তুমি আদম সন্তানদের আমার প্রতি আজকের অঙ্গিকারনামা লিখে নিয়ে তা তােমার নিজের মুখে রেখে দাও। উক্ত ফেরেশতা যথাযথভাবে আল্লাহর আদেশ পালন করল। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ঐ ফেরেশতা একখানা কাল বর্ণের পাথরে রূপান্তরিত হল। ঐদিন থেকেই ঐ পাথরখান…
আদম ও হাওয়া (আ)-এর তওবা কবূল ও পরস্পর সাক্ষাৎ চরণ দ্বীপে নিক্ষিপ্ত হওয়ার পর আদম (আ) চল্লিশ বছর পর্যন্ত গুনাহ মার্জনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকেন। অন্য বর্ণনায় তিনশ বছরের কথা রয়েছে। তার কান্নাকাটির ফলে তার চোখের পানিতে নহর প্রবাহিত হয় এবং সে নহরের কিনারায় খেজুর, লবঙ্গ ও যায়ফল গাছের সৃষ্টি হয়। হাওয়া (আ)-এর চোখে পানি হতে মেহিন্দি, সুরমা ও সুগন্ধযুক্ত ঘাস…
ময়ুর, সাপ ও ইবলীসের শাস্তি 😭 হযরত আদম (আ) ও হযরত হাওয়া (আ)-এর গন্দম খাওয়ার ব্যাপারে ইবলীসের প্রধান ভূমিকা হলেও ময়ূর ও সাপের এক্ষেত্রে ভূমিকা অগ্রগণ্য ছিল। কেননা, ইবলীসকে তারা দুজনে সাহায্যে করেছিল। মুলতঃ এরা দু’জন সাহায্য না করলে ইবলীস বেহেশতে প্রবেশ করতে পারত না। সুতরাং আল্লাহ্ তাআলা ময়ূরকে লক্ষ্য করে বলেন, হে ময়ূর ! তােমার অপরাধ খুব মারাত্মক না হলেও তুমি একে…
আদম ও হাওয়া (আ)-কে দুনিয়ায় প্রেরণ এ ঘটনার পর বেহেশতবাসী সকলে বলল আদম-হাওয়া আল্লাহর দরবারে পাপী হয়ে পাগলের ন্যায় বেহেশতে ঘােরাফেরা করছে। দরবারে এলাহী থেকে তিন বার তাদেরকে ডাকা। হল, কিন্তু তারা সে ডাকের কোন জবাব দেন না। হযরত জিবরাঈল (আ) এসে বললেন হে আদম! আপনার রব আপনাকে ডাকছেন। এবার আদম (আ) বললেন, লাব্বায়ক-হে রব। আমি হাজির। আমি আপনার নিকট লজ্জিত। আদম ও হাওয়াকে এ আহ্বান …
আদম (আ)-এর গন্দম ভক্ষণ হযরত মুআয (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, হাওয়া (আ) যখন গন্দম ফলের খােসা ছাড়ান তখন খােসার ভাঙ্গা স্থান লাল বর্ণ ধারণ করে সেখান থেকে এক ফোঁটা রক্ত টপকে নীচে পড়ে। আদম (আ) জান্নাতে স্বীয় আসনে গিয়ে উপবেশন করলে গন্দম আপনা থেকেই তার নিকট হাজির হয়। গন্দমের সুগন্ধ পেয়েই তিনি স্বীয় আসনকে লক্ষ্য করে বলেন-তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও রেখে আস। কেননা, আল্লাহ তাআ…
ইবলীসের বেহেশতে প্রবেশ অতঃপর বলা হল-হে আদম! তুমি ইবলীসের প্রতারণা থেকে সতর্ক থাকবে, কেননা, সে তাে তােমার পরম শত্রু। এ সম্পর্কে কালামে পাকে ইরশাদ হচ্ছে- فقلنا يادم إ هذا عدو لك وزوجك قد يخر جنگما من الجنة উচ্চারণ : ফাক্বলনা-ইয়া-আ-দামু ইন্না হা-যা- আদুও উল্লাকা অলিযাও জ্বিকা ফালা - ইউখরি জ্বান্নাকুমা-মিনাল্ জান্নাতি। অর্থ ঃ অতঃপর আমি বললাম– হে আদম! এ (শয়তান) তােমার ও তােমার স্ত্র…
আদম (আ)-এর প্রতি বিবি হাওয়ার মহর প্রদানের নির্দেশ মহান রব্বুল 'আলামীন আদম ও হাওয়ার সাদী মােবারকের খােতবা পাঠান্তে ফেরেশতারা। আনন্দ উৎসব করে এবং পরস্পরকে মােবারকবাদ দিয়ে অলঙ্কারাদি ও হীরা-জহরত উৎসর্গ করতে থাকেন। আদম (আ) হাওয়ার (আ)-এর সাথে দৈহিক মিলনে প্রবত্ত হতে চাইলে আওয়াজ এল- হে আদম! যতক্ষণ পর্যন্ত হাওয়ার মহর আদয় না করছ, ততক্ষণ সে তােমার জন্য হালাল নয়। এ সতর্ক বাণী প…
Content Manager
Assalamualaikum! My name is Sheikh Jubayer. I started using...
Social Plugin