হাবিলের মৃত দেহের দাফন
হাবিলের মৃত দেহ কি করবে-এ নিয়ে কাবিল বিচলিত হয়ে পড়ে, অবশেষে অভিশপ্ত কাবিল ভাইয়ের মৃত দেহ কাঁধে করে এখানে সেখানে ঘুরতে থাকে। মানব জাতির ইতিহাসে প্রথম অন্যায়ভাবে নিহত হাবিলের রক্ত যে ভূমিতে পতিত হয় সে ভূমি লােনা হয়ে যায় । হাবিলকে মৃত্যু পরবর্তী অপদস্থতা থেকে হিফাযত করাই আল্লাহ্র ইচ্ছা ছিল। তাই তিনি দুটি কাক পাঠান। কাক দুটি পরস্পরে মারামারি করে একটি আরেকটিকে মেরে ফেলে এবং পরে নখ ও ঠোট দিয়ে যমীন খুঁড়ে কবরের মত করে তাতে মৃত কাকটিকে প্রােথিত করে চলে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে
উচ্চারণ : ফাবা'আছাল্লা-হু গুরা-বা ইঁহয়াবহাছু ফিল আরদ্বি লিইউরিয়াহু কাঈফা ইউওয়ারী সাওয়া-তা আখীহি। কা-লা ইয়াওয়াইলাতা- আআজাযতু আন আকূনা মিসলা। হা-যাল গুরা-বি ফাউয়ারিয়া সাওয়া-তা আখী, ফাআছবাহা মিনান না-দিমীন।অর্থ ঃ অতঃপর আল্লাহ্ একটি কাক পাঠালেন, তা যমীন খুঁড়তে লাগল, সে নিজ ভাইয়ের। মৃতদেহ কিভাবে লুকাবে তা দেখিয়ে দিল, এ দেখে সে বলল, আমার প্রতি ধিক আমি কি এ কাকের সমতুল্যও হতে পারলাম না এবং ভাইয়ের লাশ লুকাতে অক্ষম হয়ে গেলাম।।
Next Post : Search Box; কাবিলের অনুতাপ




0 মন্তব্যসমূহ
Assalamualaikum warahmatullahi wa barakatuhu!