সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আদম (আ)-এর প্রতি বিবি হাওয়ার মহর প্রদানের নির্দেশ

আদম (আ)-এর প্রতি বিবি হাওয়ার মহর প্রদানের নির্দেশ মহান রব্বুল 'আলামীন আদম ও হাওয়ার সাদী মােবারকের খােতবা পাঠান্তে ফেরেশতারা। আনন্দ উৎসব করে এবং পরস্পরকে মােবারকবাদ দিয়ে অলঙ্কারাদি ও হীরা-জহরত উৎসর্গ করতে থাকেন। আদম (আ) হাওয়ার (আ)-এর সাথে দৈহিক মিলনে প্রবত্ত হতে চাইলে আওয়াজ এল- হে আদম! যতক্ষণ পর্যন্ত হাওয়ার মহর আদয় না করছ, ততক্ষণ সে তােমার জন্য হালাল নয়। এ সতর্ক বাণী প…

আদম (আ)-এর প্রতি বিবি হাওয়ার মহর প্রদানের নির্দেশ

islamicthumb1 মহান রব্বুল 'আলামীন আদম ও হাওয়ার সাদী মােবারকের খােতবা পাঠান্তে ফেরেশতারা। আনন্দ উৎসব করে এবং পরস্পরকে মােবারকবাদ দিয়ে অলঙ্কারাদি ও হীরা-জহরত উৎসর্গ করতে থাকেন। আদম (আ) হাওয়ার (আ)-এর সাথে দৈহিক মিলনে প্রবত্ত হতে চাইলে আওয়াজ এল- হে আদম! যতক্ষণ পর্যন্ত হাওয়ার মহর আদয় না করছ, ততক্ষণ সে তােমার জন্য হালাল নয়। এ সতর্ক বাণী পেয়ে হযরত আদম (আ) নিবেদন করলেন- হে আল্লাহ! আমি কেমন করে হাওয়ার মহর আদায় করব? আল্লাহ পাক আদেশ করলেন-দশ বার আমার হাবীব মুহাম্মদ মােস্তফা (স)-এর প্রতি দুরূদ পাঠ কর, তাতেই হাওয়ার মহর পরিশােধ হয়ে যাবে। রাসূলুল্লাহ (স)-এর সম্মানিত ও পবিত্র নাম শুনতেই হযরত আদম (আ) তাঁর দর্শন লাভের প্রত্যাশী হলেন। আল্লাহ পাক আদেশ করলেন-তুমি তােমার হাতের নখের প্রতি দৃষ্টি দাও। আদম (আ) তার হাতের নখের প্রতি দৃষ্টি দিতেই মুহাম্মদ (স)-এর আকৃতি তার জানা হয়ে যায়। ফলে তার হৃদয় সন্তান বাৎসল্য ও পিতৃস্নেহে ভরে ওঠে। ফলে আদম (আ) খুবই আগ্রহ সহকারে দশ বার হুযুর (স)-এর প্রতি দুরূদ শরীক পাঠ করেন এবং তাঁর প্রতি ঈমান। আনেন। তখন আল্লাহতাআলা ইরশাদ করেন- হে আদম! তুমি যে দুরূদ পাঠ করেছ, তার মর্যাদা এত বেশি যে, যার কল্যাণে আমি তােমার জন্য হাওয়াকে হালাল করে দিলাম। অতঃপর আল্লাহ্ পাক ইরশাদ করেন-হে আদম! তুমি ও তােমার স্ত্রী জান্নাতে থাক এবং তা থেকে যা ইচ্ছা সানন্দচিত্তে ভক্ষণ কর কিন্তু (🌳) ঐ গাছের নিকটবর্তীও হয়াে না। অন্যথা তােমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে । উচ্চারণ ঃ ইন্না লাকা আল্লা-তাজূআ ফীহা-ওয়ালা-তা'রা-ওয়া আন্নাকা লা-তাযমাউ ফীহা-ওয়ালা-তাদ্বহা-। অর্থ ঃ তুমি এটা (জান্নাত) পেয়েছ, তুমি এখানে না ক্ষুধার্ত হবে, না বিবস্ত্র ও পিপাসার্ত হবে আর না গরমে কষ্ট পাবে।

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ

    নূরে মুহাম্মাদী (স) - সৃষ্টি তাঁর থেকে সকল মাখলুকের সৃষ্টি বিষয়ক!
    প্রিয় ইভেন্ট অ্যাপলিকেশন ডাউনলোড!