ময়ুর, সাপ ও ইবলীসের শাস্তি 😭 হযরত আদম (আ) ও হযরত হাওয়া (আ)-এর গন্দম খাওয়ার ব্যাপারে ইবলীসের প্রধান ভূমিকা হলেও ময়ূর ও সাপের এক্ষেত্রে ভূমিকা অগ্রগণ্য ছিল। কেননা, ইবলীসকে তারা দুজনে সাহায্যে করেছিল। মুলতঃ এরা দু’জন সাহায্য না করলে ইবলীস বেহেশতে প্রবেশ করতে পারত না। সুতরাং আল্লাহ্ তাআলা ময়ূরকে লক্ষ্য করে বলেন, হে ময়ূর ! তােমার অপরাধ খুব মারাত্মক না হলেও তুমি একে…
ময়ুর, সাপ ও ইবলীসের শাস্তি
😭 হযরত আদম (আ) ও হযরত হাওয়া (আ)-এর গন্দম খাওয়ার ব্যাপারে ইবলীসের প্রধান ভূমিকা হলেও ময়ূর ও সাপের এক্ষেত্রে ভূমিকা অগ্রগণ্য ছিল। কেননা, ইবলীসকে তারা দুজনে সাহায্যে করেছিল। মুলতঃ এরা দু’জন সাহায্য না করলে ইবলীস বেহেশতে প্রবেশ করতে পারত না। সুতরাং আল্লাহ্ তাআলা ময়ূরকে লক্ষ্য করে বলেন, হে ময়ূর ! তােমার অপরাধ খুব মারাত্মক না হলেও তুমি একেবারে নির্দোষ নও। তােমার একথা উত্তমরূপে জানা ছিল যে, আমার অনুমতি ছাড়া কাউকেও বেহেশতে প্রবেশ করতে দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ। সুতরাং এ অপরাধের কারণে তােমার জন্য নিম্নোক্ত শাস্তি নির্ধারণ করা হল –
● ১। তুমি আর বেহেশতে থাকতে পারবে না।
● ২। তােমার শরীরের অতুলনীয় সৌন্দর্য অনেক কমিয়ে দেয়া হবে।
● ৩। তােমার ছয়শত ডানার মধ্যে মাত্র দুটি ডানা রেখে অবশিষ্ট ডানাসমুহ উপড়িয়ে ফেলা হবে।
● ৪। তােমার দু পায়ের সৌন্দর্য বিনষ্ট করে তা কুৎসিৎ করে দেয়া হবে।
অতপর আল্লাহর হুকুমে ফেরেশতারা ময়ূরকে বেহেশত থেকে বের করে পৃথিবীর ‘সিস্তান’ এলাকায় বর্ণনান্তরে কাবুলে নিক্ষেপ করল।
ময়ুরকে শাস্তি দেবার পর আল্লাহ্ সাপকে লক্ষ্য করে বলেন -
‘হে সাপ ! আমার সৃষ্ট প্রাণীকূলের মধ্যে তােকেই সর্বাধিক সৌন্দর্য দান করেছিলাম এবং বেহেশতে স্থান দিয়ে ছিলাম। কিন্তু তুই আমার আদেশ অমান্য করলি, আমার বিনা অনুমতিতে তই অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করালি। তাের অপরাধ মারাত্মক। এ অপরাধের ফলস্বরূপ এখন তােকে কতিপয় কঠিন শাস্তি ভােগ করতে হবে।
● ১। এখনই তােকে বেহেশত হতে বের করা হয়।
● ২। তাের অনুপম সৌন্দর্য বিনষ্ট করে। তােকে কদাকার কুৎসিৎ আকৃতি বিশিষ্ট করা হবে।
● ৩। পা দিয়ে হেটে তুই ইবলীসকে। বেহেশতে প্রবেশ করিয়ে ছিলি। তজ্জন্য তাের পদযুগল সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হবে।
● ৪। মুখের ভিতরে গােপন করে তুই ইবলসীকে বেহেশতে নিয়েছিলি, সেজন্য তাের মুখের সুগন্ধি পরিবর্তে মারাত্মক বিষ রেখে দেয়া হবে ।
● ৫। মানব জাতী তােকে দেখামাত্র হত্যা করবে অথম হত্যা করতে চেষ্টা করবে।
‘অতপর আল্লাহর হুকুমে ফেরেশতারা সাপকে বেহেশত থেকে বের করে দুনিয়াতে। ইস্পাহান এলাকায় নিক্ষেপ করল।
সর্বশেষে আল্লাহ্ মরদুদ ইবলীসকে উদ্দেশ্য করে বলেন- হে পাপীষ্ঠ ইবলীস ! আমার আদেশ অমান্য করার নিমিত্তে তােকে পূর্বেই বেহেশত থেকে বের করে দেয়া হয়েছে। পুনরায় আমার বিনা অনুমতিতে তুই বেহেশতে প্রবেশ করে আদম ও হাওয়াকে ধােকা দিয়ে তাদের গন্দম খাওয়ায়েছিস। এজন্য তাকে নিম্নোক্ত শাস্তি ভােগ করতে হবে।
● ১। তাের জন্য বেহেশতের দুয়ার চিরতরে বন্ধ করে দেয়া হল।
● ২। আমার অত্যাধিক প্রিয়। বান্দা হিসেবে তােকে সমগ্র দুনিয়াতে যে খেলাফত দান করেছিলাম, সে সম্মান ও মর্যাদা ছিনিয়ে নেয়া হল।
● ৩। তওবার দরজা তাের জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হল।
● ৪। তাের অনুপর সৌন্দর্য বিনষ্ট করে তােকে অত্যন্ত কুৎসিৎ ও কদাকার করে দেয়া হল। ৫। তােকে মুয়াল্লিমুল মালাকুত উপাধির পরিবর্তে মালাউন, ইবলীস, শয়তান ও খবীস উপাধিতে ভূষিত করা হল।
● ৬। কিয়ামত পর্যন্ত তাের উপরে সকলের অভিসম্পাত বর্ষিত হতে থাকবে। ৭। সৃষ্টির সূচনা মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আদম সন্তানরা যত পাপ করবে, তুই তাহার সমষ্টির দ্বিগুণ পাপের অধিকারী হবি।
● ৮। তােকে জাহান্নামীদের নেতা করে দেয়া হবে।
● ৯। তাের সমস্ত বংশধরদের ললাটে কাফির’ চিহ্ন অঙ্কিত থাকবে।
অতপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা ইবলীসকে বসরা নগরে পাহাড় এলাকায় নিক্ষেপ করা হল এবং চিরদিনের জন্য তার আসমানে গমনাগমনের পথ বন্ধ করে দেয়া হল।
ময়ূর ও সাপের তওবা
😭 ময়ূর ও সাপ আল্লাহর আদেশ অমান্য করার অপরাধের কথা বুঝতে পেরে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল। আল্লাহ্ তাদের অপরাধ ক্ষমা করে দিলেন। তাদের যা কিছু শাস্তি দুনিয়াতেই শেষ হয়ে যাবে। পরকালে তাদের কোন শাস্তি হবে না।
📃 আল্লাহ তুমি আমাদেরকে হযরত মুহাম্মদ (স) এর উসিলায় আমাদেরকে সরল পথ দেখাও যাদের তুমি নেয়ামত দান করেছ । তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে যারা পথভ্রষ্ট হয়েছে ।
😭😢 মুমিন বান্দা গণের মধ্যে সামিল/ প্রতিষ্ঠিত করো। আমিন!
!
প্রিয় ইভেন্টের কন্টেন-এ সকল আম্বিয়ায়ে কেরামের জীবনালেখ্য বিভিন্ন তাফসীর, হাদীস প্রকাশসহ এবং সমকালীন গ্রন্থের সাহায্যে চেষ্টা করেছি ইহুদীদের মিথ্যা প্রচারণা থেকে রক্ষা করতে। কতটুকু সফল হবো তা পাঠকদের সুবিবেচনার জন্য রইল। এ অধমের প্রচেষ্টার ফসল আলোচ্য (কাসাসুল আম্বিয়া গ্রন্থ থেকে আলোচিত) কনটেন্ট দ্বারা পাঠক সমাজ যদি সামান্যতমও উপকৃত হয় তবেই আমার শ্রম সার্থক হবে। পরিশেষে, আল্লাহ আমাদের সকলকে আম্বিয়ায়ে কেরামের জীবনী গ্রন্থ থেকে উপকৃত হওয়ার তওফিক দান করুন। আমীন।
0 মন্তব্যসমূহ
Assalamualaikum warahmatullahi wa barakatuhu!