হাজরে আসওয়াদের জন্ম বৃত্তান্ত
وإذ أخذ الله ميثاق التبيين لما أتيتم من کتب وحكمة ثم جاء کم رسول مصدق لما معكم لتؤ منن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذالكم إصرى قالوا أقررنا قال فاشهدوا وانا معكم من الشهدين -
উচ্চারণ ঃ ওয়া ইয আখাযাল্লাহু মীছা-ক্বান নাবিয়্যীনা লামা-আ-তাইতুকুম মিন কিতা-বিওঁ ওয়া হিকমাতিন ছুম্মা জা-আকুম রাসূলুল মুছােয়াদ্দিকূল লিমা-মা'আকুম লাতুমিনুন্না বিহী ওয়া লাতানছুরুন্নাহু, ক্বা-লা আআক্বরারতুম ওয়া আখাযতুম ‘আলা-যা-লিকুম ইছরী; কা-লূ আক্বরারনা-; ক্বা-লা ফাশহাদূ ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদীন।
“আর যখন আল্লাহ্ নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন যে, আমি তােমাদেরকে যে কিতাব ও হিকমত দিয়েছি, অতঃপর তােমাদের নিকট কোন রাসূল- আসলে এবং তােমাদের নিকট যা এসেছে তার সত্যায়ন করলে তােমরা তাঁর প্রতি বিশ্বাস আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ্ জিজ্ঞাসা করলেন, তােমরা কি ওয়াদা করলে এবং এ শর্তে আমার দায়িত্ব গ্রহণ করলে? সকলে সমস্বরে বলে উঠলেন-আমরা ওয়াদা করছি। আল্লাহ্ বললেন- তােমরা সাক্ষী থাক, আমিও তােমাদের সঙ্গে সাক্ষী হয়ে থাকলাম। অতঃপর আল্লাহ্ পাক ইরশাদ করেন- হে আদম! তুমি শীস সম্পর্কে, হে শীস! তুমি ইদরীস সম্পর্কে, হে ইদরীস! তুমি নূহ সম্পর্কে, হে নূহ! তুমি ইবরাহীম সম্পর্কে, হে ইবরাহীম! তুমি ইসমাঈল সম্পর্কে, হে ইসমাইল! তুমি ইসহাক সম্পর্কে এভাবে তােমরা সবাই ঈসা পর্যন্ত প্রত্যেকের সম্পর্কে সাক্ষী থাক। সর্বশেষে বললেন-হে পয়গম্বররা! তােমরা আখেরী নবী মুহাম্মদ (স)-এর রিসালাতের ব্যাপারে সাক্ষী থাক। তােমরা আপন আপন জাতিকে শেষ উপদেশ দিয়ে। যাবে যেন তারা আখেরী নবী মুহাম্মদ (স)-এর রিসালাতের প্রতি ঈমান আনে এবং তাঁর সাহায্যে এগিয়ে আসে। আল্লাহ্ তাআলা এভাবে আম্বিয়ায়ে কিরাম (আ) থেকে সর্বশেষ রাসূল মুহাম্মদ (স)-এর রেসালাতের প্রতিশ্রুতি গ্রহণ করেন।📃 আল্লাহ তুমি আমাদেরকে হযরত মুহাম্মদ (স) এর উসিলায় আমাদেরকে সরল পথ দেখাও যাদের তুমি নেয়ামত দান করেছ । তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে যারা পথভ্রষ্ট হয়েছে । 😭😢 মুমিন বান্দা গণের মধ্যে সামিল/ প্রতিষ্ঠিত করো। আমিন!
!
প্রিয় ইভেন্টের কন্টেন-এ সকল আম্বিয়ায়ে কেরামের জীবনালেখ্য বিভিন্ন তাফসীর, হাদীস প্রকাশসহ এবং সমকালীন গ্রন্থের সাহায্যে চেষ্টা করেছি ইহুদীদের মিথ্যা প্রচারণা থেকে রক্ষা করতে। কতটুকু সফল হবো তা পাঠকদের সুবিবেচনার জন্য রইল। এ অধমের প্রচেষ্টার ফসল আলোচ্য (কাসাসুল আম্বিয়া গ্রন্থ থেকে আলোচিত) কনটেন্ট দ্বারা পাঠক সমাজ যদি সামান্যতমও উপকৃত হয় তবেই আমার শ্রম সার্থক হবে। পরিশেষে, আল্লাহ আমাদের সকলকে আম্বিয়ায়ে কেরামের জীবনী গ্রন্থ থেকে উপকৃত হওয়ার তওফিক দান করুন। আমীন।
মূলঃ উর্দ্দূ কিতাবের সরল বঙ্গানুবাদ তাহের সুরাটী (ভারত)
0 মন্তব্যসমূহ
Assalamualaikum warahmatullahi wa barakatuhu!