সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হযরত আদম (আ)-এর সৃষ্টি কাহিনী ও আদম সৃষ্টির জন্য মাটি সংগ্রহ

হযরত আদম (আ)-এর সৃষ্টি কাহিনী & আদম সৃষ্টির জন্য মাটি সংগ্রহ ! প্রিয় ইভেন্টের কন্টেন-এ সকল আম্বিয়ায়ে কেরামের জীবনালেখ্য বিভিন্ন তাফসীর, হাদীস প্রকাশসহ এবং সমকালীন গ্রন্থের সাহায্যে চেষ্টা করেছি ইহুদীদের মিথ্যা প্রচারণা থেকে রক্ষা করতে। কতটুকু সফল হবো তা পাঠকদের সুবিবেচনার জন্য রইল। এ অধমের প্রচেষ্টার ফসল আলোচ্য (কাসাসুল আম্বিয়া …

islamicthumb1

হযরত আদম (আ)-এর সৃষ্টি কাহিনী & আদম সৃষ্টির জন্য মাটি সংগ্রহ !

islamicthumb2

প্রিয় ইভেন্টের কন্টেন-এ সকল আম্বিয়ায়ে কেরামের জীবনালেখ্য বিভিন্ন তাফসীর, হাদীস প্রকাশসহ এবং সমকালীন গ্রন্থের সাহায্যে চেষ্টা করেছি ইহুদীদের মিথ্যা প্রচারণা থেকে রক্ষা করতে। কতটুকু সফল হবো তা পাঠকদের সুবিবেচনার জন্য রইল। এ অধমের প্রচেষ্টার ফসল আলোচ্য (কাসাসুল আম্বিয়া গ্রন্থ থেকে আলোচিত) কনটেন্ট দ্বারা পাঠক সমাজ যদি সামান্যতমও উপকৃত হয় তবেই আমার শ্রম সার্থক হবে। পরিশেষে, আল্লাহ আমাদের সকলকে আম্বিয়ায়ে কেরামের জীবনী গ্রন্থ থেকে উপকৃত হওয়ার তওফিক দান করুন। আমীন।



হযরত আদম (আ)-এর সৃষ্টি কাহিনী

আল্লাহ্ রব্বল আলামীনের হুকুমে ফেরেশতা বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগতকে মুক্ত করার পর আল্লাহর পাকের দরবার থেকে ঘােষণা এল-হে ফেরেশতারা! আমি যমীনে আমার খলীফা (প্রতিনিধি) সৃষ্টি করব। পবিত্র কালামে ইরশাদ হচ্ছে-

وإذ قال ربك الملائكة إني جاعل في الأرض ليقة قالوا أتجعل فيها من یفسد فيها ويشفي الماء ونجن سبح بحمدك وقير لك قال إني أعلم مالا تعلمون -

উচ্চারণ ঃ ওয়া ইয ক্ব-লা রব্বুকা লিলমালাইকাতি ইন্নী জা-ই’লুন ফিল আরদ্বি খালীফাহ; ক্ব-লূ আতাজআলু ফীহা-মাই ইউফ্সিদু ফীহা-ওয়া ইয়াসূফিকুদ দিমা-আ ওয়া নাহনু নুসাব্বিহু। বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা; ক্ব-লা ইন্নী আ'লামু মা-লা-তা'লামুন।

অর্থ ও আর যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি যমীনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান, যে যমীনে ফাসাদ ও রাহাজানি সৃষ্টি করবে। আমরাই তাে আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করি। আল্লাহ্ বললেন, নিশ্চয় আমি যা জানি তােমরা তা জান না।

আদম সৃষ্টির জন্য মাটি সংগ্রহ

এরপর জিবরাঈল (আঃ)-এর প্রতি আদেশ হল-যমীনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আস। এ নির্দেশ পেয়ে জিবরাঈল (আঃ) তৎক্ষণাৎ যমীনে এসে বর্তমানে যে স্থানে কাবা ঘর বিদ্যমান সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। যমীনে জিবরাঈল (আঃ)-কে আল্লাহর কসম দিয়ে বলল--হে জিবরাঈল! আমার নিকট থেকে মাটি নিও না। এ মাটি থেকে আল্লাহ্ তাঁর খলীফা বা প্রতিনিধি সষ্টি করবেন। সে প্রতিনিধির সন্তান সন্ততি অত্যন্ত পাপী এবং শাস্তিযােগ্য হবে। আমি অসহায় মাটি আল্লাহর শাস্তিভােগ করার শক্তি আমার নেই। একথা এভাবে মীকাঈল এবং ইসরাফীল (আ) শুনে হযরত জিবরাঈল (আ) মাটি না নিয়ে ফিরে যান। এভাবে মাকাগণ। ও মাটি না নিয়ে ফিরে যান। তাই আল্লাহ পাক আযরাঈল (আ) -কে মাটি আনার নির্দেশ দিয়ে প্রেরণ করেন। এবারও যমীন পূর্বের ন্যায় আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করে। তিনি। নিষেধ অমান্য করে বললেন, তুমি যার কসম দিচ্ছ আমি তাঁর আদেশে এসেছি। আমি তাঁর। আদেশ অমান্য করব না, তােমাকে নিয়েই যাব। অতএব আযরাঈল (আ) হাতে করে যমীন। থেকে এক মুষ্টি মাটি নিয়ে উধ্ব জগতে চলে গিয়ে আল্লাহর দরবারে নিবেদন করেন। আল্লাহ্! আপনি জ্ঞাতা ও দ্রষ্টা, আমি এটা হাযির করেছি। তখন আল্লাহ্ পাক বুললেন, হে আযরাঈল! এ মাটি হতেই আমি যমীনে আমার এক খলীফা সৃষ্টি করব এবং তার জীবন হরণ। কালেও তােমাকেই নিয়ােগ করব। হযরত আযরাঈল (আ) এ কথায় অপারগতা প্রকাশ করে বললেন-হে আল্লাহ্! এ দায়িত্ব যদি আমাকে দেন তবে আপনার বান্দারা আমাকে দুশমন। ভাববে এবং গালি দেবে। আল্লাহ্ পাক বললেন- আযরাঈল! আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা, আমি প্রত্যেক মৃত্যুর একেকটি কারণ সৃষ্টি করব। ফলে প্রত্যেকে সে কারণের অধানেই মৃত্যুমুখে। পতিত হবে, কাজেই তখন আর তােমাকে দুশমন ভাববে না। আমি কাউকে রােগে, কাউকে আগুনে পুড়ে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা মাটি তায়েফ ও মক্কা শরীফেরে মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার ওপর বর্ষিত হয়, এতে দু বছরে সে মাটি কাদায় পরিণত হয়। চতুর্থ বছরে মাটি খননে এবং ষষ্ঠ। বছরে শুকনা মাটিতে রূপান্তরিত হয়। অষ্টম বছরে হযরত আদম (আঃ)-এর আকৃতি সৃষ্টি হয়। তখন একদিন ইবলীস সত্তর হাজার ফেরেশতা সাথে নিয়ে আদম (আ)-এর নিকট এসে দেখে, তাঁর দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এসময় ইবলীস তাঁর প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। অন্য এক দিন ফেরেশতারা আযাযীলকে বললেন, এ মাটি হতে আল্লাহর প্রতিনিধি সৃষ্টি হবে। সে বলল, একথা সত্য। আল্লাহ্ তা'আলা এ আকৃতিকে আমার অধীন করে দিলে আমি তাকে ধ্বংস করে ফেলব । আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধিনতা স্বীকার করব না।

মূলঃ উর্দ্দূ কিতাবের সরল বঙ্গানুবাদ তাহের সুরাটী (ভারত)

    একটি মন্তব্য পোস্ট করুন

    1 মন্তব্যসমূহ

    Assalamualaikum warahmatullahi wa barakatuhu!

    নূরে মুহাম্মাদী (স) - সৃষ্টি তাঁর থেকে সকল মাখলুকের সৃষ্টি বিষয়ক!
    প্রিয় ইভেন্ট অ্যাপলিকেশন ডাউনলোড!