সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আদম (আ)-এর দেহাভ্যন্তরে ইবলীসের প্রবেশের চেষ্টা

আদম (আ)-এর দেহাভ্যন্তরে ইবলীসের প্রবেশের চেষ্টা। আদম (আ)-এর দেহাভ্যন্তরে ইবলীসের প্রবেশের চেষ্টা ! প্রিয় ইভেন্টের কন্টেন-এ সকল আম্বিয়ায়ে কেরামের জীবনালেখ্য বিভিন্ন তাফসীর, হাদীস প্রকাশসহ এবং সমকালীন গ্রন্থের সাহায্যে চেষ্টা করেছি ইহুদীদের মিথ্যা প্রচারণা থেকে রক্ষা করতে। কতটুকু সফল হবো তা পাঠকদের সুবিবেচনার জন্য রইল। এ অধমের প্রচ…

আদম (আ)-এর দেহাভ্যন্তরে ইবলীসের প্রবেশের চেষ্টা।

islamicthumb1

আদম (আ)-এর দেহাভ্যন্তরে ইবলীসের প্রবেশের চেষ্টা !

islamicthumb2

প্রিয় ইভেন্টের কন্টেন-এ সকল আম্বিয়ায়ে কেরামের জীবনালেখ্য বিভিন্ন তাফসীর, হাদীস প্রকাশসহ এবং সমকালীন গ্রন্থের সাহায্যে চেষ্টা করেছি ইহুদীদের মিথ্যা প্রচারণা থেকে রক্ষা করতে। কতটুকু সফল হবো তা পাঠকদের সুবিবেচনার জন্য রইল। এ অধমের প্রচেষ্টার ফসল আলোচ্য (কাসাসুল আম্বিয়া গ্রন্থ থেকে আলোচিত) কনটেন্ট দ্বারা পাঠক সমাজ যদি সামান্যতমও উপকৃত হয় তবেই আমার শ্রম সার্থক হবে। পরিশেষে, আল্লাহ আমাদের সকলকে আম্বিয়ায়ে কেরামের জীবনী গ্রন্থ থেকে উপকৃত হওয়ার তওফিক দান করুন। আমীন।

আদম (আ)-এর দেহাভ্যন্তরে ইবলীসের প্রবেশের চেষ্টা

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন অভিশপ্ত ইবলীস হযরত আদম (আ)-এর দেহ পিঞ্জরাভান্তরে প্রবেশ করে নাভি পর্যন্ত গিয়ে পৌছে । কিন্তু আদম (আ)-এর দেহ পিঞ্জরে ভীষণ উত্তাপের কারণে সে বের হয়ে আসে। এতে আদমের প্রতি আযীলের হিংসা বিদ্বেষ ও শত্রুতা ক্রমান্বয়ে বেড়ে যায় এবং আদম (আ)-এর দেহ পিঞ্জরের উপর থুথু ফেলে চলে আসে। জিবরাঈল (আ) আল্লাহর নির্দেশে আদমের দেহ পিঞ্জর থেকে ইবলীসের থুথু নিয়ে তা থেকে কুকুর সৃষ্টি করেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেমে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (স)-এর পবিত্র রূহ আরশে অবস্থান করে তসবীহ পাঠ করা তখন রাসূলুল্লাহ (স)-এর ঘামের ফোঁটা সেখান থেকে টপকে ঐ স্থানে পড়ে যেখানে এখন শেষ বিশ্রামস্থল হয়েছে। আল্লাহর আদেশে জিবরাঈল (আ) সেখানকার মাটিতে মেকমিশিয়ে সুগন্ধযুক্ত করে তা আদম (আ)-এর মুখমণ্ডলে মেখে দেন। এর ফলে আদম (আ) চেহারার নূর দ্বিগুণ বৃদ্ধি পায়।

》》》আরো পড়ুন : আদম (আ)-এর দেহে রূহের প্রবেশ

মূলঃ উর্দ্দূ কিতাবের সরল বঙ্গানুবাদ তাহের সুরাটী (ভারত)

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ

    নূরে মুহাম্মাদী (স) - সৃষ্টি তাঁর থেকে সকল মাখলুকের সৃষ্টি বিষয়ক!
    প্রিয় ইভেন্ট অ্যাপলিকেশন ডাউনলোড!