আদম (আ)-কে সিজদা করার কাহিনী : ইবলিশ কেন হযরত আদম (আ) কে সিজদা করেন নি ।
আদম (আ)-কে সিজদা করার কাহিনী !
প্রিয় ইভেন্টের কন্টেন-এ সকল আম্বিয়ায়ে কেরামের জীবনালেখ্য বিভিন্ন তাফসীর, হাদীস প্রকাশসহ এবং সমকালীন গ্রন্থের সাহায্যে চেষ্টা করেছি ইহুদীদের মিথ্যা প্রচারণা থেকে রক্ষা করতে। কতটুকু সফল হবো তা পাঠকদের সুবিবেচনার জন্য রইল। এ অধমের প্রচেষ্টার ফসল আলোচ্য (কাসাসুল আম্বিয়া গ্রন্থ থেকে আলোচিত) কনটেন্ট দ্বারা পাঠক সমাজ যদি সামান্যতমও উপকৃত হয় তবেই আমার শ্রম সার্থক হবে। পরিশেষে, আল্লাহ আমাদের সকলকে আম্বিয়ায়ে কেরামের জীবনী গ্রন্থ থেকে উপকৃত হওয়ার তওফিক দান করুন। আমীন।
PRIYOEVENT 💭
আদম (আ)-কে সিজদা করার কাহিনী
📖 এরপর আল্লাহর পক্ষ থেকে জিবরাঈল (আ)-এর প্রতি হুকুম হল- তিনিও যেন হাঁচি দেন। আল্লাহ্ পাক এও বললেন, আমি আদম থেকে এক বান্দা হ্যরত ঈসা-ইবনে মারইয়াম কে সৃষ্টি করব। হযরত আদম (আ) মাটি থেকে উঠে সুসজ্জিত পােশাক ও স্বর্ণখচিত মুকুট পরিধান করে বেহেশতে অবস্থিত এক আসনে গিয়ে উপবেশন করেন, যা গহনাপত্র হীরা, জহরত দ্বারা সুসজ্জিত। এ সময় তার চেহারার নূর আল্লাহর আরশ পর্যন্ত চমকাতে থাকে। আর তাই ছিল নূরে মুহাম্মদী (স)। অতঃপর সকল ফেরেশতাদের প্রতি হযরত আদম (আ)-কে সিজদা করার জন্য আল্লাহ্ তাআলার আদেশ হল। আর এ সিজদা ছিল আদমের প্রতি সম্মান প্রদর্শনার্থে। ইবাদতের সিজদা নয় । পবিত্র কালামে আল্লাহ্ পাক ইরশাদ করেন- উচ্চারণ ঃ ওয়া ইয ক্বলনা-লিলমালা-য়িকাতিস জুদ্ লিআ-দামা ফাসাজাদূ ইল্লা-ইবলীস, আবা-ওয়াস্তাকবারা ওয়া কা-না মিনাল কা-ফিরীন।><> অর্থ : আর আমি যখন আদমকে সিজদা করতে ফেরেশতাদের বললাম, তখন ইবলীস ব্যতিত সকলেই সিজদা করল। সে সিজদা করতে অস্বীকৃতি জানাল এবং অংহকার করল ও কাফেরদের দলভুক্ত হল। ফেরেশতারা সিজদা থেকে মস্তক উত্তলন করে বুঝতে পারলেন, সিজদা করতে অস্বীকারকারী ইবলীস। তখন ফেরেশতারা পুনরায় সিজদায় পতিত হয়। ফেরেশতারা দ্বিতীয় সিজদা ছিল আল্লাহর নির্দেশ পালনের শুকরিয়া স্বরূপ। এবার আল্লাহ পাক ইবলীসকে লক্ষ্য করে বললেন- উচ্চারণ: ইয়া-ইবলীস মা- মান ‘আকা আন তাসজুদা লিমা-খালাক্বতু বিয়াদাইয়্যা আস্তাকবারতা আম কুনতু মিনাল 'আ-লীন। অর্থ : হে ইবলীস! আমি যাকে আপন হস্তে সৃষ্টি করেছি, তাকে সিজদা করতে কিসে তােমাকে বাধা দিল? এটা তাে তুমি অহংকার করলে। মর্যাদায় কি সে উচ্চ না তুমি? ইবলীস বলল- উচ্চারণ : আনা খাইরুম মিনহু খালাক্বতানী মিন না-রিওঁ ওয়া খালাক্বতাহু মিন ত্বীন। অর্থ : আমি তার (আদম) চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ্ পাক তাকে লক্ষ্য করে ইরশাদ করলেন
فاخرج منها فانك رجيم وان عليك لعنتي إلى يوم الدين -
উচ্চারণ : ফাখরুজ মিনহা-ফাইন্নাকা রাজীমুঁও ওয়া ইন্না ‘আলাইকা লা'নাতী ইলা-ইয়াওমিদ্ দ্বীন।। অর্থ : (হে ইবলিস!) তুই এখান থেকে বেরিয়ে যা, কারণ তুই অভিশপ্ত হয়েছিস। তাের ওপর কিয়ামত পর্যন্ত আমার লা'নত ।ইবলীসের উপর এ বহিষ্কারাদেশের প্রয়ােগ ক্ষেত্র সম্পর্কে ওলামায়ে কিরাম ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। কারাে মতে বের হয়ে যা’ এর অর্থ ঈমান থেকে বেরিয়ে যা। কেউ বলেন, ফেরেশতাদের দল থেকে বের হয়ে ইবলীস হয়ে যা। এসময় আল্লাহর গযবে তার আকৃতি পরিবর্তিত হয়ে চক্ষুদ্বয় চলে আসে বক্ষে । অতঃপর কেউ যখন তাকে দেখত, তখন বলত-এ। আল্লাহর দরবার থেকে বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত ও অপমাণিত। অতঃপর শয়তান ইবলীস আল্লাহর সমীপে নিবেদন করল, হে আল্লাহ! আমি আপনার দরবার থেকে বিতাড়িত ও অভিশপ্ত হয়েছি আদমের কারণে। এটা আমার দুর্ভাগ্য। আল্লাহ্ পাক বললেন, হে ইবলীস! তুই তাের লিপির প্রতি দৃষ্টি নিক্ষেপ কর। সেদিকে দৃষ্টিপাত করে সে দেখতে পেল তাতে লেখা। রয়েছে-আল্লাহ্র যে বান্দা তার নির্দেশ অমান্য করে তার শাস্তি হচ্ছে লানত- অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। সে লিপি পাঠান্তে ইবলীস নিরাশ ও লজ্জিত হয়ে বলল- উচ্চারণ : রব্বি ফাআনযিরনী ইলা-ইয়াওমি ইউব'আছূন।। অর্থঃ হে রব! আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত । হে আল্লাহ্! আপনার সমীপে আমার দ্বিতীয় আবেদন- আমাকে আদম সন্তানের অস্থিমজ্জা ও রগসমূহে প্রবেশের সুযােগ দিন, আর আমাকে তাদের দৃষ্টির আড়ালে রাখুন। ইবলীসের এ আবেদনের উত্তরে আল্লাহ্ পাক ইরশাদ করলেন- (ফাইন্নাকা মিনাল মু মন্-যরীনা ইলা-ইয়াওমিল ওয়াক্তিল মা'লূম।) অর্থ : তােমাকে অবকাশ দেয়া হল পুরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ্ পাকের এ ঘােষণায় ইবলীসের লক্ষ্য সফল হল।” সে আদম (আ)-এর অবস্থানস্থলে গিয়ে বসে এবং সুযােগ তালাশ করতে থাকে! এবার ইবলীস বলল (আল্লাহর ভাষায়)। উচ্চারণ: ফাবিই’যযাতিকা লাউগ ওয়ি য়ন্নাহুম আজমাঈনা ইল্লা ই’বা-দাকা মিনহুমুল মুখলাছীন। অর্থ ঃ আপনার ইজ্জতের কসম, তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে আপনার বান্দাদের মধ্যে যারা মনােনীত তাদেরকে নয়। তার কথার জবাবে আল্লাহ্ পাক বলেন- উচ্চারণ : ফালহাক্বক্বু ওয়াল হাক্বক্বা আক্বুলা লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবি' আকা মিনহুম আজমাঈ'ন।। অর্থ ঃ এটাই হক কথা এবং আমি হক কথাই বলি। আমি দোযখ ভর্তি করব তুই এবং তাের অনুসারীদের দিয়ে।
মূলঃ উর্দ্দূ কিতাবের সরল বঙ্গানুবাদ তাহের সুরাটী (ভারত)